থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল অ্যারাইভাল কার্ড

থাইল্যান্ডে ভ্রমণ, ব্যবসা বা ট্রানজিট- যেকোনো উদ্দেশ্যেই ১ মে ২০২৫ থেকে দেশটিতে প্রবেশ করতে হলে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ বা TDAC ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। থাইল্যান্ডের পর্যটন ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, TDAC ছাড়া কোনো বিদেশি নাগরিক দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষসহ ঢাকা থেকে থাইল্যান্ডের রুটে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোকে বিষয়টি অবগত করে একটি চিঠি দিয়েছে থাই ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

চিঠিতে বলা হয়েছে, এটি একটি অনলাইন ফর্ম, যা যাত্রীরা আগাম পূরণ করে জমা দেবেন থাই ইমিগ্রেশন ওয়েবসাইটে। থাইল্যান্ডে প্রবেশের কমপক্ষে তিনদিন আগে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই নতুন ব্যবস্থার আওতায় বিমান, স্থল ও জলপথ-তিন পথেই প্রবেশকারী যাত্রীদের জন্যই নিয়মটি প্রযোজ্য হবে। অর্থাৎ, থাইল্যান্ডে যেভাবেই প্রবেশ করুন না কেন, ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণ না করলে প্রবেশে সমস্যা হতে পারে। 

থাই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রক্রিয়াটি চালু করার মূল উদ্দেশ্য হলো- প্রবেশ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করা। আগেভাগেই যাত্রীদের তথ্য হাতে থাকলে বিমানবন্দরে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না এবং ইমিগ্রেশন চেকও হবে দ্রুত।

এই ঘোষণার পরপরই দেশটির ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইন্সগুলোকে অনুরোধ জানানো হয়েছে যেন তারা তাদের যাত্রীদের কাছে বিষয়টি দ্রুত পৌঁছে দেয়।

বাংলাদেশ থেকে প্রতিবছর কয়েক হাজার বাংলাদেশি থাইল্যান্ডে যান চিকিৎসা ও অবকাশ যাপনের উদ্দেশ্যে। অনেক সময় পরিবারের সদস্যরাও সঙ্গে থাকেন। তাই এই নিয়মটি মাথায় রেখে ভ্রমণের পরিকল্পনা করতে হবে। ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিগুলোরও উচিত তাদের প্রতিটি ক্লায়েন্টকে বিষয়টি জানিয়ে দেওয়া।

এই ডিজিটাল অ্যারাইভাল কার্ড প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ এবং কয়েক মিনিটেই পূরণ করা সম্ভব। কিন্তু সেটা সময়মতো না করলে বিমানবন্দরে যাত্রা বাতিল হওয়ার মতো অবস্থাও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।