যে কারণে এয়ার হোস্টেসরা যাত্রীদের জুতার দিকে তাকান

বিমানে ভ্রমণের সময় এয়ার হোস্টেসরা যাত্রীদের শুধু স্বাগতই জানান না, বরং সূক্ষ্মভাবে তাদের পোশাক ও বিশেষ করে জুতার দিকেও খেয়াল করেন। এটি ভদ্রতার অংশ নয়, বরং যাত্রীদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বিশেষজ্ঞদের মতে, বিমানে উড্ডয়ন বা অবতরণের সময় যেকোনো দুর্ঘটনা ঘটলে দ্রুততম সময়ে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। এই প্রক্রিয়ায় প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রী কী ধরনের জুতা পরেছেন, তা জরুরি স্থানান্তরের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

কেন জুতার দিকে খেয়াল করা হয়

Air Hostess2

নিরাপত্তার ঝুঁকি

উঁচু হিল, ভারী জুতা বা পিছল স্যান্ডেল জরুরি মুহূর্তে পড়ে যাওয়ার কারণ হতে পারে।

জরুরি স্লাইডের ক্ষতি

বিমানে জরুরি স্থানান্তরের জন্য বাতাসে ভরা স্লাইড ব্যবহার করা হয়। হাই হিল বা ধারালো জুতা এগুলো ছিদ্র করে ফেলতে পারে। এজন্য নিয়ম অনুযায়ী হাই হিল পরা নিষিদ্ধ।

Air Hostess3রক্ত সঞ্চালনের সমস্যা

বিমানের কেবিনে চাপের পার্থক্যের কারণে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে। টাইট জুতা এ সমস্যা বাড়ায়। তাই আরামদায়ক জুতা যেমন স্নিকার বা অ্যাথলেটিক জুতা পরার পরামর্শ দেওয়া হয়।

স্বাস্থ্যঝুঁকি

অনেক যাত্রী বিশেষ করে স্যান্ডেল বা ফ্লিপ-ফ্লপ পরলে বিমানে জুতা খুলে ফেলেন। এতে কেবিনের মেঝে ও বিশেষ করে টয়লেট এলাকার অস্বাস্থ্যকর পরিবেশে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

বিমানে ভ্রমণের সময় আরামদায়ক ও নিরাপদ জুতা বেছে নেওয়া জরুরি। হাই হিল, ফ্লিপ-ফ্লপ বা প্ল্যাটফর্ম হিল এড়িয়ে চলাই উত্তম। যদি জুতা খুলতে চান, তাহলে পরিষ্কার মোজা সঙ্গে রাখা ভালো। তবে টেকঅফ, ল্যান্ডিং কিংবা টার্বুলেন্সের সময় জুতা না খোলাই নিরাপদ।

বিমানবালারা তাই যাত্রীদের জুতার দিকে তাকিয়ে নিশ্চিত হন সঙ্কট মুহূর্তে তারা নিরাপদে ও দ্রুত সরতে পারবেন কিনা। এটি কেবল নিয়ম নয়, যাত্রীদের জীবনরক্ষার জন্যই এমন সতর্কতা।