সেনজেন ভিসার আদলে আরব অঞ্চলে চালু হচ্ছে জিসিসি ভিসা

বিশ্বব্যাপী ভ্রমণপ্রেমীদের জন্য আসছে এক যুগান্তকারী সুখবর। আরব উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ একত্র হয়ে চালু করতে যাচ্ছে ‘জিসিসি (GCC) গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’, যা একক ভিসার মাধ্যমে ভ্রমণের সুযোগ করে দেবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমান।

সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী এবং এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল্লাহ বিন তৌক আল মারি সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম (WAM)-কে দেওয়া এক সাক্ষাৎকারে।

এই ভিসা চালুর উদ্যোগটি এসেছে ইউরোপীয় ইউনিয়নের সেনজেন ভিসা ব্যবস্থার অনুপ্রেরণায়, যেখানে এক ভিসায় একাধিক দেশে ভ্রমণ করা যায়। একইভাবে, জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা পেয়ে পর্যটকেরা উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশে অবাধে ঘুরে বেড়াতে পারবেন।

আল মারি বলেন, ‘এই ভিসা শুধু ভ্রমণ সহজ করবে না, বরং উপসাগরীয় অঞ্চলকে একটি সমন্বিত ও আকর্ষণীয় পর্যটন গন্তব্যে রূপান্তর করবে।’

মন্ত্রী জানান, চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভিসাটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। সফলভাবে প্রথম ধাপ শেষ হলে পরবর্তী ধাপে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।

তবে এখনো পর্যন্ত ঠিক কোন তারিখ থেকে ভিসা কার্যকর হবে, কিংবা ভিসার মেয়াদ ও ফি কত হবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এর আগে, গত ১৬ জুন খালিজ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আল মারি বলেছিলেন, ভিসার আনুষ্ঠানিক অনুমোদন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এটি খুব শিগগিরই চালু হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, একটি অভিন্ন ভিসা জিসিসি অঞ্চলের পর্যটন, হোটেল, পরিবহন, আতিথেয়তা ও খুচরা খাতে বড় ধরনের প্রভাব ফেলবে।

জিসিসি ভিসা চালু হলে পর্যটকেরা এক সফরেই উপভোগ করতে পারবেন, দুবাইয়ের বিলাসবহুল সৈকত, সৌদির ঐতিহাসিক নিদর্শন, কাতারের আধুনিক স্থাপনা এবং ওমানের মনোরম পর্বতমালাসহ আরও অনেক কিছু।

বিশ্লেষকদের মতে, এই ভিসা শুধু পর্যটনের খরচ কমাবে না, বরং অর্থনৈতিক সংহতি ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করবে।