ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনা

ভারতের হরিয়ানায় ঘন কুয়াশায় আলাদা কয়েকটি স্থানে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে অসংখ্য যানবাহন। এরমধ্যে বাস, প্রাইভেট কার থেকে ট্রাক, মোটরসাইকেলসহ সব আছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে হরিয়ানায় কুয়াশায় ঢেকে যায় সবকিছু। এমন অবস্থায় প্রথমে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এরপর পেছন থেকে একের পর এক বাহন এসে সামনে থাকা বাহনকে ধাক্কা মারতে থাকে। এতে করে সেখানে দুর্ঘটনার কবলে পড়া যানবাহনের স্তূপ তৈরি হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হিসার নামে একটি জায়গার জাতীয় সড়ক ৫২তে সকাল ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা অন্য বাহন একটির গায়ে আরেকটি ধাক্কা দিতে থাকে।

তবে সৌভাগ্যবশত এ দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। শুধুমাত্র এক মোটরসাইকেল চালক কিছুটা ব্যথা পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরেকটি বড় দুর্ঘটনা ঘটে জাতীয় মহাসড়ক ৩৫২তে। সেখানে তিন থেকে চারটি বাস একটি অপরটিকে ধাক্কা দেয়। সেখানে কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অপরদিকে রোহতাক নামে আরেকটি জায়গায় ৩০ থেকে ৪০টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনা ঘটে ১৫২ ডি মহাসড়ক মোড়ে। প্রথমে সেখানে একটি ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা আরও গাড়ি একটি অপরটিকে ধাক্কা মারে। সেখানেও কয়েকজন আহত হয়েছেন। তাদের প্রশাসনিক উদ্ধারকারী ও পুলিশ সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

হরিয়ানায় গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীত পড়েছে। সেখানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। সূত্র: এনডিটিভি