খালেদা জিয়ার মৃত্যুতে ভারতীয় সংসদে শোক প্রস্তাব

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা।

বুধবার (২৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে রাজ্যসভায় এই আনুষ্ঠানিক শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

অধিবেশন শুরু হওয়ার পর রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন প্রয়াত বেগম খালেদা জিয়ার উদ্দেশে শোকপ্রস্তাব পাঠ করেন। এ সময় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং রাজ্যসভার সকল সদস্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

শোক প্রস্তাবে খালেদা জিয়ার পাশাপাশি রাজ্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শ্রদ্ধা জানানো হয়। রীতি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশনের নিয়মিত কার্যক্রমের শুরুতে এই শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে ভারতের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছিল এবং শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সশরীরে ঢাকা সফর করেছিলেন। ভারতের সংসদের উচ্চকক্ষে বাংলাদেশের কোনো নেতার প্রতি এমন শ্রদ্ধা নিবেদন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

FJ
আরও পড়ুন