বিশ্ববাজারে রুপার দামে রেকর্ড, বাড়ছে সোনার দামও

বিশ্ববাজারে রুপার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে মার্কিন শ্রমবাজারের দুর্বল তথ্য প্রকাশের পর বেড়েছে সোনার দামও। বিশ্লেষকদের মতে, ফেডারেল রিজার্ভের সুদের হার কমার সম্ভাবনায় মূল্যবান ধাতুর বাজার চাঙ্গা হয়ে উঠেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) স্পট সিলভারের দাম একদিনে ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের শুরুতে রুপার দাম সর্বকালের সর্বোচ্চ ৬৬ দশমিক ৫২ ডলার পর্যন্ত উঠেছিল। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে প্রায় ১২৮ শতাংশ।

সরবরাহ সংকট, শিল্প খাতে শক্তিশালী চাহিদা এবং জল্পনামূলক বিনিয়োগ এই তিন কারণে রুপার দামে উল্লম্ফন ঘটেছে। স্বাধীন বিশ্লেষক রস নরম্যান জানান, সবুজ জ্বালানি কর্মসূচির সঙ্গে যুক্ত থাকায় রুপার ভবিষ্যৎ অত্যন্ত ইতিবাচক।

অন্যদিকে, স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৩১৭ দশমিক ৬৫ ডলারে পৌঁছেছে। গত বছরের তুলনায় সোনার দাম বেড়েছে প্রায় ৬৫ শতাংশ। অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টা জানান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ অব্যাহত রয়েছে।

প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯২০ দশমিক ৭১ ডলারে পৌঁছেছে, যা ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩৪ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের নভেম্বরের বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। শ্রমবাজারের এই ধীরগতি এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর নীতি মূল্যবান ধাতুর বাজারকে প্রভাবিত করছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার অবরোধের নির্দেশও বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে।