রাশিয়া-নিয়ন্ত্রিত খেরসনে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ২৪

রাশিয়ার নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলের একটি গ্রামে ইউক্রেনের ড্রোন হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে। রাশিয়া নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে কৃষ্ণ সাগর উপকূলে একটি ক্যাফে এবং একটি হোটেলে এই হামলার ঘটনা ঘটে।

ইউক্রেনের খেরসন অঞ্চলের রাশিয়া-অধিকৃত অংশের প্রধানের নাম প্রধান ভ্লাদিমির সালদো। তিনি একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, খোরলি গ্রামের একটি ক্যাফে এবং একটি হোটেলে তিনটি ড্রোন হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে।

তিনি আরো বলেন, ‘তিনটি ড্রোনের মধ্যে একটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল।’ তবে রাশিয়ার দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বুধবার ঘড়ির কাঁটা রাত ১২টার ঘরে পৌঁছানোর কিছুক্ষণ আগে লনে সমবেত ভিড়ের ওপর আছড়ে পড়ে তিনটি বিস্ফোরকবাহী ড্রোন। এসময় পুরো লনে এবং হোটেলে আগুন ধরে যায়।

সালদো বলেন, ‘একজন শিশুসহ ২৪ জনের মৃত্যুর হয়েছে। আহত ও নিহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে। আগুনের তীব্রতার কারণে জরুরি পরিষেবাগুলো বেশি লোককে উদ্ধার করতে পারেনি। আগুন ভোরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।  ডাক্তাররা আহতদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।’

রাশিয়া এবং ইউক্রেন প্রায় প্রতিদিনই ড্রোন দিয়ে একে অপরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রাশিয়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র চালিয়ে ইউক্রেনের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতেও হামলা চালাচ্ছে। ফলে দেশটিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

ইউক্রেনে যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র চাপে খেরসনের এই ট্র্যাজেডি ঘটে।

নতুন বছরের আগে উভয় পক্ষের সঙ্গে একাধিক পৃথক আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর পরিস্থিতি আরো জটিল হয়ে যায়, যখন রাশিয়া নভগোরোদ অঞ্চলে প্রেসিডেন্ট পুতিনের বাসভবনকে লক্ষ্য করে ইউক্রেনকে অভিযুক্ত করে। তবে মস্কো এই দাবির কোনো দৃঢ় প্রমাণ দিতে সক্ষম হয়নি।

ইউক্রেন পুতিনের বাসভবনে হামলার অভিযোগ অস্বীকার করে এবং রাশিয়ার ওপর শান্তি প্রক্রিয়া দুর্বল করার চেষ্টা করার অভিযোগ তোলে।  নিউ ইয়র্ক টাইমস মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সিআইএ বলছে, এই সপ্তাহে ইউক্রেন পুতিন বা তার বাসভবনকে লক্ষ্য করে কোনো আক্রমণ করেনি। সূত্র : ব্লুমবার্গ