আফগানিস্তানজুড়ে গত তিন দিন ধরে চলা তুষারপাত ও ভারী বৃষ্টিপাতে অন্তত ৬১ জন প্রাণ হারিয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) জানিয়েছে হাড়কাঁপানো শীত আর প্রাকৃতিক এই দুর্যোগে আহত হয়েছেন আরও ১১০ জন।
গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলা এই বৈরী আবহাওয়ায় বিশেষ করে দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে মানুষের জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী তুষারে ঘরবাড়ির ছাদ ধসে পড়ে অনেক পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। খবর এএফপির।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্যোগের প্রভাবে এখন পর্যন্ত ৪৫৮টি ঘরবাড়ি আংশিক অথবা পুরোপুরি মাটির সাথে মিশে গেছে। রাজধানী কাবুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে তুষার জমার কারণে পিচ্ছিল রাস্তায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে যা মৃত্যুসংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে।
এএনডিএমএ সতর্ক করে জানিয়েছে, দুর্গম এলাকাগুলো থেকে ক্ষয়ক্ষতির খবর আসা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্বল অবকাঠামোর কারণে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষগুলো এখন চরম মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে।
প্রতি বছরই চরম আবহাওয়ার কারণে আফগানিস্তানের গ্রামীণ জনপদগুলোতে ভূমিধস ও আকস্মিক বন্যার মতো ঘটনা ঘটে। এবারের এই প্রবল তুষারপাত ও বৃষ্টিপাত স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীকে আশ্রয়হীন করে তোলার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন করে দিয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক এলাকায় উদ্ধারকারী দল পৌঁছাতে হিমশিম খাচ্ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বর্তমানে আফগান জনপদে জরুরি ত্রাণ ও শীতবস্ত্র সরবরাহের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।