মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে কুয়ায় ফেললো বানর, অতঃপর...

মায়ের কোল থেকে ২০ দিনের মেয়েশিশুকে ছিনিয়ে নিয়ে বাড়ির পাশের কুয়ায় ফেলে পালিয়ে যায় একটি বানর। তবে গ্রামবাসীদের তৎপরতায় প্রাণে বেঁচে যায় শিশুটি।

গত বুধবার ভারতের ছত্তীসগঢ়ের জঞ্জগীর-চম্পা জেলার সেভনি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মেয়েকে কোলে নিয়ে রোদ পোহাতে বাড়ির উঠানে বসেছিলেন মা সুনীতা রাঠৌর। তখনই বানরের উৎপাত শুরু হয় এলাকায়। মুহূর্তের মধ্যে সুনীতার কোল থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে বাড়ির ছাদে লাফিয়ে উঠে পড়ে একটি বানর। পরে সুনীতার কান্না শুনে গ্রামবাসীরা এসে শিশুটিকে উদ্ধার করার জন্য বানরের দলকে সেখান থেকে তাড়াতে শুরু করেন। সেই আওয়াজে ভয় পেয়ে শিশুটিকে একটি কুয়ায় ছুড়ে ফেলে দেয় বানরটি। তার পর সেখান থেকে দলবল নিয়ে পালিয়ে যায়।

তবে সঙ্গে সঙ্গে কুয়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে সৌভাগ্যক্রমে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজেশ্বরী রাঠৌর নামে স্বাস্থ্যকেন্দ্রের এক নার্স। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে তিনি শিশুটিকে সিপিআর দিতে শুরু করেন। পরে জ্ঞান ফিরলে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হলে চিকিৎসকরা স্বাস্থ্যপরীক্ষা করে জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।

শিশুটির বাবা অরবিন্দের জানান, তার ছোট্ট শিশুটি ভাগ্যের জোরে প্রাণ ফিরে পেয়েছে। ডায়াপার পরে থাকার কারণে কুয়ার জলে সে ভেসে ছিল।