ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত ২৩ জন মেরিন সেনা নিহত হয়েছেন। নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল টুঙ্গগুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২৪ জানুয়ারি) একটি সামরিক মহড়ায় অংশ নেওয়ার সময় সেনারা ভূমিধসে আটকা পড়েন।
স্থানীয় সময় শনিবার (২৪ জানয়ারি) ভোরে পশ্চিম জাভার বান্দুং বারাত জেলার পাসির লাঙ্গু গ্রামে টানা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় আকস্মিকভাবে ভূমিধস নেমে আসে। দুর্ঘটনাকবলিত গ্রামটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
এদিকে, ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিধসে মোট মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে এবং এখনও অন্তত ৪২ জন নিখোঁজ রয়েছেন। তবে এই মৃতদের মধ্যে কতজন সামরিক সদস্য রয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
উদ্ধারকাজে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। এতে অংশ নিচ্ছেন প্রায় ৮০০ উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ সদস্য। পাশাপাশি ব্যবহার করা হচ্ছে অন্তত নয়টি এক্সকাভেটরসহ ভারী যন্ত্রপাতি। প্রতিকূল আবহাওয়া ও কাদামাটির কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত এলাকার অন্তত ৬৮৫ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য ও জরুরি সহায়তা সরবরাহ করছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বর্ষা মৌসুমে ভূমিধস ও বন্যার ঘটনা নিয়মিত ঘটে থাকে। সম্প্রতি সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড় ও ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়। সর্বশেষ এই দুর্ঘটনা আবারও দেশটির বর্ষাকালীন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিকে সামনে নিয়ে এলো।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে তৎপরতার সঙ্গে অভিযান অব্যাহত রয়েছে।