কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৫

কলম্বিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ১৫ আরোহীর প্রাণহানি ঘটেছে। ভেনেজুয়েলা সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা 'সাতেনা'-র একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। বিমান সংস্থাটি নিশ্চিত করেছে যে, আরোহীদের মধ্যে কেউ বেঁচে নেই।

সাতেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল ‘বিচক্রাফ্ট (Beechcraft) ১৯০০’ মডেলের একটি টুইন-প্রপেলার বিমান। বুধবার (২৮ জানুয়ারি) ফ্লাইট এনএসই ৮৮৪৯ কলম্বিয়ার কুকুতা শহর থেকে ওকানিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। এতে ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন। স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে অবতরণের কথা থাকলেও নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সরকারি সূত্র অনুসারে, নিহতদের মধ্যে কলম্বিয়ার বর্তমান আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো রয়েছেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কলম্বিয়ার সশস্ত্র বাহিনী দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধার অভিযান শুরু করে। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম এবং আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী 'ন্যাশনাল লিবারেশন আর্মি'-র শক্ত অবস্থান রয়েছে। বিমানটি ঠিক কী কারণে দুর্ঘটনার কবলে পড়েছে, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।