খবর সংযোগ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া আগামী বুধবার একটি অনানুষ্ঠানিক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক করবে। সেখানে ইরানের মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত চিত্র ও স্বাধীন তদন্তের কথা বলবে। খবর আল আরাবিয়ার
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সেই বৈঠকে বক্তব্য রাখবেন ইরানের নোবেল পুরস্কার জয়ী শিরিন এবাদি ও অভিনেত্রী নাজানিন বনিয়াদি। ইরানে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের তদন্তকারী জাভেদ রেহমানও সেই বৈঠকে বক্তব্য রাখবেন। নিরাপত্ত পরিষদের সেই বৈঠকে জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্র ও বিভিন্ন মানবাধিকার সংস্থা উপস্থিত থাকবে।
ইরানের নৈতিক পুলিশের হেফাজতে মৃত্যু হয় ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনীর। এর সূত্র ধরেই পুরো দেশে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ দমন করতে সরকার বিভিন্ন প্রকার দমন-পীড়ন চালায়। বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, সারা দেশে কমপক্ষে ২৫০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। আর হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানের এই বিক্ষোভে অগ্রণী ভূমিকা পালন করছেন দেশটির নারীরা। তারা নিজেরা বোরকা খুলে ফেলছেন। এমনকি সেই বোরকা আগুনে পুড়িয়ে ফেলছেন। বিক্ষোভের সময় কয়েকজন কিশোরীর মৃত্যু ফলে বিক্ষোভ আরো বেশি চাঙ্গা হয়।