সরকারবিরোধী বিক্ষোভ 

নিহতের আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেছে ইরান

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:০৩ এএম

সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’তে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সহিংসতা দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।

ইরানের ‘মার্টির্স ফাউন্ডেশন’ বুধবার (২১ জানুয়ারি) জানায়, নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। 

তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনুযায়ী, প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’ (HRANA) জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৪ হাজার ৫১৯ জন। যার মধ্যে ৪ হাজার ২৫১ জন বিক্ষোভকারী এবং ১৯ সেফটি ফোর্স সদস্য ছাড়াও ১৮ বছরের কম বয়সী ৩৫ জন কিশোর-কিশোরী রয়েছে। সংস্থাটি আরও ৯ হাজার ৪৯ জনের মৃত্যুর তথ্য বর্তমানে পর্যালোচনার অধীনে রেখেছে।

গত ডিসেম্বরের শেষে ইরানে এই অস্থিরতা শুরু হয়। প্রাথমিকভাবে মুদ্রার অবমূল্যায়ন ও লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাধারণ ব্যবসায়ীরা রাস্তায় নামলেও দ্রুত তা দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

ইরান সরকার এই বিক্ষোভকে ‘যুক্তরাষ্ট্রের উসকানিতে সৃষ্ট সন্ত্রাসী দাঙ্গা’ হিসেবে অভিহিত করলেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, নিরাপত্তা বাহিনী নিরস্ত্র মানুষের মাথা ও বুক লক্ষ্য করে ধাতব গুলি ও শটগান ব্যবহার করেছে।

বিক্ষোভ দমনে অভ্যন্তরীণ কঠোরতার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এক নিবন্ধে সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘ইরানের ওপর হামলা হলে তেহরান আর সংযম দেখাবে না। আমাদের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে জবাব দিতে প্রস্তুত। এই সংঘর্ষ দীর্ঘস্থায়ী ও ভয়াবহ হবে।’

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে আরও চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাকে বা যুক্তরাষ্ট্রের ওপর কোনো আঘাতের চেষ্টা করে, তবে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে’। 

উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্প প্রশাসনকে সামরিক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানালেও পরিস্থিতি এখনও থমথমে।

DR/AHA
আরও পড়ুন