লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার হবু পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনো জানিয়েছেন, বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন ডায়ানা মন্ডিনো।
শুক্রবার পৃথক প্রতিবেদনে প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, প্রেসিডেন্ট হিসেবে জাভিয়ের মিলের অধীনে আর্জেন্টিনা কখনোই চীনা নেতৃত্বাধীন উদীয়মান ব্লক ব্রিকসে যোগদান করবে না বলে জানিয়েছেন ডায়ানা মন্ডিনো।
রাজধানী বুয়েনস আইয়ার্স-এ সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্ডিনো উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই জোটের গুরুত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। যদিও এই গ্রুপে আর্জেন্টিনার শীর্ষ দুই বাণিজ্যিক অংশীদার চীন এবং ব্রাজিল সদস্য হিসেবে রয়েছে। আর্জেন্টিনায় আগামী ১০ ডিসেম্বর নতুন সরকার দায়িত্ব নিতে চলেছে এবং এর আগেই জাভিয়ের মিলের অধীনে লাতিন আমেরিকার এই দেশটির বৈদেশিক নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস দেওয়া হলো।
উল্লেখ্য, গত আগস্টে ব্রিকস সম্মেলনের শেষ দিনে ছয়টি দেশকে এই জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পাওয়া এসব দেশ হচ্ছে- সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিসর এবং ইথিওপিয়া।
সূত্র: রয়টার্স