ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আপডেট : ০২ মে ২০২৫, ০৮:৫১ পিএম

আর্জেন্টিনায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (২ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তে অবস্থিত উসুয়াইয়া শহর থেকে প্রায় ২১৯ কিলোমিটার দক্ষিণে।

আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আর্জেন্টিনার ও চিলির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা করা হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, ভূমিকম্পের পর সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের জন্য আহ্বান জানানো হয়েছে।

FJ
আরও পড়ুন