সহকর্মীদের ওপর গ্রেনেড ছুড়লেন কাউন্সিলর

ইউক্রেনে নিজ সহকর্মীদের ওপর অফিস বৈঠকে গ্রেনেড ছুড়েছেন এক কাউন্সিলর। এ ঘটনায় অন্তত ১ জন নিহত হয়েছেন। এতে ওই কাউন্সিলরসহ আহত হয়েছেন ২৬ জন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের কেরেতস্কি গ্রাম কাউন্সিল অফিসে এ ঘটনা ঘটে।

এ সময় সহকর্মীদের সঙ্গে কিছু একটা নিয়ে এক কাউন্সিলরের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কক্ষের মেঝেতে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটান ওই কাউন্সিলর।

পুলিশ জানিয়েছে, গ্রেনেড বিস্ফোরিত হয়ে ২৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয়জনের অবস্থা খুবই গুরুতর।

সূত্র : বিবিসি