অতিরিক্ত হজযাত্রীর কথা মাথায় রেখে মক্কায় ৫ হাজার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালে পবিত্র হজকে সামনে রেখে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব।
নতুন বছরে হজযাত্রীদের জন্য কোনো বিধিনিষেধ থাকবে না। করোনার কারণে যেসব বিধিনিষেধ ছিল তা স্থায়ীভাবে তুলে দিয়েছে দেশটি। এর ফলে আগামী বছর হজযাত্রীর সংখ্যা আরও বাড়বে। এর ফলে মক্কায় আবাসন সংকট সৃষ্টি হতে পারে। তাই হজযাত্রীদের বাসস্থান সংকট দূর করতে মক্কায় নতুন করে ৫ হাজারের অধিক সুউচ্চ ভবনের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
আগামী ২০২৪ সালের হাজিদের জন্য এর মধ্যে ১৬৬টি সুউচ্চ ভবনের লাইসেন্স দেওয়া হয়েছে। এসব ভবনে কক্ষ থাকবে ২৬ হাজার ৭১০টি। যাতে ১১ লাখ ১৬ হাজার ৬৯৭ জন হাজির থাকার ব্যবস্থা হবে। মক্কার হজ্জ হাউজিং কমিটির মাধ্যমে স্বীকৃত এসব ভবনে হাজিদের বাসস্থানের জন্য সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।