জটিল পরিস্থিতিতে জাতিসংঘের শান্তিরক্ষীরা

বিদায়ী বছরে খুব একটা সাফল্য দেখাতে পারেনি জাতিসংঘের শান্তিরক্ষীরা। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো (ডিআরসি), সাউথ সুদান, মালি ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (সিএআর) মতো দেশগুলোতে জটিল পরিস্থিতিতে পড়েছেন তারা।

বিশ্লেষকদের মতে, কঠোর নীতিমালার আওতায় কাজ করা জাতিসংঘের মিশনগুলো এসব দেশের পরিস্থিতি সামলাতে গিয়ে জটিল অবস্থার মধ্যে পড়েছে।  

জাতিকায় সেন্টার ফর হিউম্যান সিকিউরিটি অ্যান্ড পিস বিল্ডিংয়ের পরিচালক আদিব সানি বলেছেন, প্রতিদিনই সহিংসতা বাড়ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে জাতিসংঘের মিশন অসহায় অবস্থায় পড়েছে। তারা এসব দেশে সহিংসতা নিরসনে ব্যর্থ হয়েছেন।

এক দশক আগে মালির উত্তরাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী এবং ইসলামপন্থীদের বিদ্রোহ দমনে শান্তিরক্ষীদের মোতায়েন করা হয়েছিল। কিন্তু দেশটির সামরিক সরকার উল্টো অভিযোগ করেছে, শান্তিরক্ষীরা সেখানকার অস্থিরতা উসকে দিচ্ছেন।

মোতায়েনকৃত দেশগুলোর আস্থা অর্জনে শান্তিরক্ষীরা খুব বেশি কিছু করেন না বলেও অভিযোগ রয়েছে। তাদের কেউ কেউ যৌন হয়রানি এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এ বছর এ ধরনের অভিযোগের কারণে তানজানিয়ার ৬০ শান্তিরক্ষীকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে জাতিসংঘ।

শান্তি রক্ষা মিশনকে আরো কার্যকর করে তুলতে চাইলে জাতিসংঘের সংস্কার প্রয়োজন বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

সূত্র : ডয়চে ভেলে