চীনের সঙ্গে তাইওয়ানের একত্রীকরণ অনিবার্য: শি জিনপিং

চীনের সাথে তাইওয়ানের আবারও একত্রীকরণ ‘অনিবার্য’ বলে দাবি করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রতিষ্ঠাতা মাও সে তুংয়ের ১৩১তম জন্মদিন উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাতৃভূমির সঙ্গে আবারও একত্রীকরণের প্রক্রিয়া শেষ করা উন্নয়নের জন্য অনিবার্য শর্ত। এটি এমন ন্যায়সংগত একটি প্রক্রিয়া, যা জনগণ চায়। অবশ্যই এবং আবারও এক হবে মাতৃভূমি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জিনপিং বলেন, যে কোনোভাবেই হোক, তাইওয়ানকে চীন থেকে আলাদা করা থেকে দৃঢ়ভাবে বাধা দিতে হবে। শুধু তাইপের জন্য নয়, ওয়াশিংটনের জন্যও এটি সতর্কবার্তা। তাইওয়ান মার্কিন-চীন সম্পর্কের অন্যতম কণ্টকাকীর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। 

মাও সে তুংয়ের পর চীনের অন্যতম শক্তিশালী নেতা জিনপিং। যিনি তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়াকে তার বৃহত্তর লক্ষ্যের প্রধান অগ্রাধিকার দিচ্ছেন। চীনকে বিশ্বব্যাপী শক্তি ও মর্যাদার জায়গায় ‘পুনরুজ্জীবিত’ করার জন্য তিনি এর আগেও একই কথা বলেছেন। সূত্র : সিএনএন।