তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করা হবে

চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপরাষ্ট্র তাইওয়ানে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর চীন জানিয়েছে, তাইওয়ানকে তাদের সঙ্গে একীভূত করা হবে। বেইজিং বলছে, এটি কেউ আটকাতে পারবে না। আর এই একীভূতকরণ অনিবার্য।

বেইজিং-তাইওয়ান সম্পর্ক বিষয়ক অফিসের মুখপাত্র চেন বিনহুয়া এক বিবৃতিতে বলেন, ‘নির্বাচন চীনের সঙ্গে পুনরায় একীভূতকরণকে বাধা দিতে পারবে না।’

তিনি বলেন, নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি দ্বীপের মূলধারার মানুষের মতামতকে চিত্রিত করতে পারেনি।

বিনহুয়া বলেন, ‘এই নির্বাচন সাধারণ ভূচিত্র এবং দুই অঞ্চলের অবস্থার পরিবর্তন করবে না। জাতীয় একীভূতকরণ নিয়ে চীনের অবস্থান অটল রয়েছে এবং এ নিয়ে আমাদের অবস্থান পাথরের ন্যায় শক্ত।’ 

সূত্র: এএফপি