রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে জ্বালানী তেলের ডিপোটিতে আগুন ধরে যায়। সেই আগুন ভয়াবহ আকার ধারণ করেছে; এক হাজার বর্গমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।
রাশিয়ার গণমাধ্যম বলছে, হামলায় চারটি তেলের ট্যাঙ্কে আগুন ধরে যায়, পরে ওই আগুন এক হাজার বর্গ মিটার (১০ হাজার ৭৬৩ বর্গ ফুট) এলাকায় ছড়িয়ে পড়েছে। ব্রায়ানস্ক অঞ্চলের রুশ কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে ব্রায়ানস্কের গভর্নর বলেন, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে ক্লিন্টসি শহরের কাছেই ড্রোনটি ভূপাতিত করা হয় এবং বিস্ফোরকগুলো তেলের ট্যাংকে পড়ে আগুন ধরে যায়। আগুন জ্বলতে থাকায় ওই এলাকায় ৩০ জনকে সরিয়ে নেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে একটি বড় তেল লোডিং টার্মিনালে হামলা চালায় ইউক্রেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় ভোর ৬টা ৪০ মিনিটের দিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্রায়ানস্কের আকাশসীমা থেকে একটি ড্রোন ভূপাতিত করেছে। আঞ্চলিক প্রধান আলেকজান্ডার বোগোমাজ বলেন, কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া এরপর আরও দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
সূত্র : বিবিসি