ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাত পোহালেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন; সহিংসতার আশঙ্কা

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৭:৩৮ পিএম

খবরসংযোগ ডেস্ক: কথার লড়াইয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা। তবে এবার নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন অনেকেই। ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলার ঘটনা এ আশঙ্কা আরও বাড়িয়েছে।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন ধরেই এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্যে ছুটে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার (৬ নভেম্বর) নিউইয়র্কে প্রচারণা চালান তিনি। এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রিপাবলিকানরা জিতে গেলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য তা বড় হুমকি হয়ে দাঁড়াবে। 

 

বাইডেন আরও বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। সবশেষ জনমত জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ মার্কিনি গণতন্ত্র রক্ষার বিষয়ে দুশ্চিন্তায় রয়েছে। এই প্রজন্মের দায়িত্ব গণতন্ত্র রক্ষার স্বার্থে যোগ্য প্রতিনিধি বাছাই করা।’ 

 

মার্কিন রাজনীতিতে সহিংসতা জায়গা করে নিয়েছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর সাম্প্রতিক হামলার ঘটনার কথা উল্লেখ করে মার্কিন রাজনীতিতে সহিংসতার বিষয়টি সামনে আনেন বাইডেন। তিনি বলেন, রিপাবলিকানরা এ বিষয়টি নিয়ে হাসি-ঠাট্টা করেছেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফল নিজেদের পক্ষে না গেলে ৬ জানুয়ারির মতো ঘটনা ঘটাতে পারে রিপাবলিকানরা।  

 

বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০২০ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল। 

 

তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকানরা এখনই মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে সন্দেহ প্রকাশ করা শুরু করেছেন বলে জানিয়েছে সিএনএন। এছাড়া ট্রাম্প নিজেও পিছিয়ে নেই প্রচারণায়। প্রতিদিনই ছুটছেন কোনো না কোনো অঙ্গরাজ্যে।  

 

স্থানীয় সময় রোববার ফ্লোরিডার মিয়ামিতে প্রচারণা চালান সাবেক এই প্রেসিডেন্ট। এসময় মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নেয়ার জন্য রিপাবলিকান প্রার্থীকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান ট্রাম্প। 

 

এদিকে, দেশটির মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন কয়েক কোটি মার্কিনি। কংগ্রেসের উচ্চকক্ষ বা সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৪ আসন এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টির সবকটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা কংগ্রেসের সিনেট ও নিম্নকক্ষ ছাড়াও ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর, মেয়রসহ গুরুত্বপূর্ণ পদে নতুন প্রতিনিধি নির্বাচিত করবেন।

AHR
আরও পড়ুন