ভারতীয়দের উদ্দেশে সোনিয়া গান্ধীর খোলাচিঠি

রায়বেরিলি থেকে লোকসভায় নির্বাচনে না দাঁড়িয়ে রাজস্থান থেকে রাজ্যসভায় আসতে চলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ইতোমধ্যে রাজ্যসভায় জন্য মনোনয়নপত্রও জমা দিয়েছেন তিনি। তারপরই জনগণের উদ্দেশে একটি খোলাচিঠি লিখেছেন সোনিয়া গান্ধী।

ওই চিঠিতে সোনিয়া লিখেছেন, আমাদের পরিবার দিল্লিতে অসম্পূর্ণ। তা সম্পূর্ণ হয় রায়বেরিলিতে এসে আপনাদের সঙ্গ পাওয়ার পর। আমার হৃদয় ও আত্মা সর্বদা আপনাদের সঙ্গে থেকেছে। সেভাবেই থাকবে। আমি জানি, আপনারাও সব সময় আমার ও আমার পরিবারকে সেভাবে আগলে রাখবেন, এতদিন যেভাবে রেখেছেন।

নিজের শারীরিক অসুস্থতার কথাও চিঠিতে লিখেছেন সোনিয়া। তিনি লিখেন, আমার বয়স হয়েছে। অসুস্থতাও ধরেছে। লোকসভার আগামী ভোটে তাই দাঁড়াচ্ছি না। এই কারণে আপনাদের সরাসরি সেবা করতে আমি পারব না। কিন্তু এটা সত্যি, আমার মন-প্রাণ সর্বদা আপনাদের সঙ্গেই থাকবে।

তিনি লিখেন, স্বাধীনতার পর প্রথম নির্বাচনে আপনারা আমার শ্বশুর ফিরোজ গান্ধীকে প্রথমবার জিতিয়ে দিল্লি পাঠিয়েছিলেন। এরপর আমার শাশুড়ি ইন্দিরা গান্ধীকেও আপনারা নিজের করে নিয়েছিলেন। জীবনের নানা ওঠানামা সত্ত্বেও সম্পর্কের এই ধারাবাহিকতা দিন দিন মজবুত হয়েছে। পরস্পরের প্রতি আস্থাও বৃদ্ধি পেয়েছে।

সোনিয়া সর্বশেষ লিখেন, শাশুড়ি ও জীবনসাথিকে (রাজীব গান্ধী) চিরকালের মতো হারানোর পর আমিও আপনাদের কাছে এসেছিলাম। আপনারাও নিজেদের আঁচল বিছিয়ে আমাকে আশ্রয় দিয়েছিলেন। পরপর দুটি নির্বাচনে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আপনারা আমার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। এই সাহচর্য ও সমর্থন আমি কখনও ভুলতে পারবো না। সূত্র: হিন্দুস্থান টাইমস, এনডিটিভি।