পাপুয়ার জঙ্গল থেকে পাইলটের বার্তা

এক বছরেরও বেশি সময় ধরে পাপুয়ার জঙ্গলে জিম্মি থাকা নিউজিল্যান্ডের পাইলট  ফিলিপ মার্ক মেহার্টেন্স পরিবারের উদ্দেশে বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আমি ঠিক আছি।

তিনি আরও বলেছেন, তারা আমার সঙ্গে ভালো আচরণ করছে। আমি ইতিবাচক থাকার চেষ্টা করছি। স্ত্রী ও ছেলের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি এবং তোমাদের দুজনকেই অনেক মিস করি এবং আশা করছি, শিগগিরই তোমাদের সাথে কথা বলতে পারবো।

৩৮ বছর বয়সী পাইলট ফিলিপ মার্ক মেহার্টেন্সকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অপহরণ করেছিল গেরিলারা।

দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি গত ২২ ডিসেম্বর ধারণ করা হয়েছিল। কয়েক সপ্তাহ অপেক্ষার পর গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে।

পাপুয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপভূমি। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলটি ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে ব্যাপকভাবে সমালোচিত একটি ভোটে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। এর আগে এই অঞ্চলটি একটি ডাচ উপনিবেশ ছিল। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট