ভারতে বিমান দুর্ঘটনায় নিহত ৫, নারী পাইলটের পরিচয় প্রকাশ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

ভারতের মহারাষ্ট্রের বারামতিতে ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতির উদ্দেশে যাত্রা করা ভিএসআর ভেঞ্চার্সের লিয়ারজেট ৪৫ (রেজিস্ট্রেশন নম্বর ভিটি-এসএসকে) বিমানটি অবতরণের নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে পাহাড়ি এলাকায় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি (রেজিস্ট্রেশন নম্বর ভিটি-এসএসকে) সকাল ৮টা ১০ মিনিটে মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ৩৫ মিনিট পর এবং অবতরণের নির্ধারিত সময়ের ঠিক আগ মুহূর্তে এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে।

এই দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ছাড়াও প্রাণ হারিয়েছেন ৪ জন। তারা হলেন— নারী পাইলট ক্যাপ্টেন শম্ভাবী পাঠক, ক্যাপ্টেন সুমিত কাপুর, একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদীপ যাধব।

নিহত নারী পাইলট ক্যাপ্টেন শম্ভাবী পাঠক ২০২২ সাল থেকে ভিএসআর ভেঞ্চার্সের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিউজিল্যান্ড ও ভারত থেকে বাণিজ্যিক পাইলট হিসেবে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) থেকে তার একাধিক আন্তর্জাতিক মানের লাইসেন্স ও সার্টিফিকেশন ছিল।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) তদন্ত শুরু করেছে। মহারাষ্ট্রের শীর্ষ নেতার এমন আকস্মিক মৃত্যুতে পুরো ভারতজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: এনডিটিভি

FJ
আরও পড়ুন