মিয়ানমারের রাখাইন রাজ্যে জয়ের দ্বারপ্রান্তে দেশটির সশস্ত্র বিদ্রোহীরা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম নারিনজারা নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারের তিনটি সশস্ত্র গোষ্ঠীর জোট ব্রাদারহুড অ্যালায়েন্স এক বিবৃতিতে জানায়, জান্তা বাহিনী একের পর এক সেনা ক্যাম্পের নিয়ন্ত্রণ হারাচ্ছে। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। যেসব ক্যাম্পের সেনারা এখনো আত্মসমর্পণ করেননি তাদের বিরুদ্ধে আরাকান আর্মির যোদ্ধারা হামলা অব্যাহত রেখেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জান্তাবাহিনী প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে। তারা আরাকান আর্মির যোদ্ধাদের অগ্রসর হওয়া ঠেকাতে পথে পথে বাধা সৃষ্টি করছে। এমনকি বেশ কয়েকটি ব্রিজও ধ্বংস করেছে তারা।
গত বছরের অক্টোবরে আরাকান আর্মিসহ তিনটি বিদ্রোহী গোষ্ঠী জোট গঠন করে। এরপর জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত হামলা চালানো শুরু করে। ওই হামলায় টিকতে না পেরে অনেক স্থান ছেড়ে চলে গেছে জান্তা বাহিনী। সূত্র : নারিনজারা নিউজ।