করোনা টিকা

জাল সনদ বানিয়ে বিপাকে সাবেক ব্রাজিল প্রেসিডেন্ট

নির্বিঘ্নে বিদেশ ভ্রমণ করতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো তাঁর কর্মকর্তাদের দিয়ে করোনা টিকার ভুয়া সনদ তৈরি করিয়েছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মার্চ) ব্রাজিলের সুপ্রিম কোর্ট পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

বলসোনারোর বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে গত বছর তদন্ত শুরু করেছিল ব্রাজিলের ফেডারেল পুলিশ। মঙ্গলবার এ তদন্তের প্রতিবেদনে সনদ জাল করার জন্য বলসোনারোকে অভিযুক্ত করা হয়। যে কারণে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। 

২৩১ পৃষ্ঠার এ তদন্ত প্রতিবেদনে বলসোনারোসহ ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বলসোনারোর আইনজীবীরা বলছেন, কোনো উপদেষ্টা করোনার টিকার সনদ জাল করেছেন, এমন কিছুই জানতেন না বলসোনারো। দাবি করা হয়েছে, কেউ নিজ উদ্যোগে এটা করে থাকতে পারেন। 

২০২২ সালের ডিসেম্বরের নির্বাচনে হেরে যান বলসোনারো। ক্ষমতা ছাড়ার পর একাধিক আইনি জটিলতায় পড়েন তিনি। সেই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে করোনা টিকার সনদ সংক্রান্ত মামলা। অথচ বলসোনারো বলেছিলেন, তিনি করোনার টিকা নেননি। এমনকি করোনার টিকাবিরোধী হিসেবেও তিনি পরিচিত ছিলেন।