ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২১৭ বার টিকা নিয়েও বেঁচে আছেন যিনি

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৬:৩৩ এএম

চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ উপেক্ষা করে ব্যক্তিগতভাবে ২১৭ বার করোনার টিকা নিয়েছেন জার্মানির এক ব্যক্তি। তার বয়স ৬২ বছর। এতবার টিকা নেওয়ার পরও তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

বিশ্বখ্যাত ল্যানসেট ইকফেকশাস ডিজিজেস সাময়িকী থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ওই ব্যক্তি করোনার টিকা কিনেছেন এবং ব্যক্তিগতভাবে তা শরীরে প্রয়োগ করেছেন। ২৯ মাসের মধ্যে একে একে ২১৭ বার টিকা নিয়েছেন তিনি। এতে ওই ব্যক্তির নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

ইউনিভার্সিটি অব এরলানজেন-নুরেমবার্গের গবেষকেরা বলেন, ওই ব্যক্তির শরীরে এর কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তাঁকে ভুগতে হয়নি।

বিশ্ববিদ্যালয়টির অণুজীববিজ্ঞান বিভাগের ড. কিলিয়ান সোবার বলেন, ‘আমরা নিজেরাই ওই ব্যক্তির কাছ থেকে রক্তের নমুনা নিতে পেরেছিলাম। এ-সংক্রান্ত গবেষণা যখন চলছিল, তখনও তিনি নিজের আগ্রহে করোনার টিকা নিয়েছেন।’

এই গবেষক আরও জানান, করোনার টিকা নেওয়ার পর শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ঠিক কীভাবে প্রতিক্রিয়া দেখায়, এ-সংক্রান্ত গবেষণায় ওই ব্যক্তির নমুনাগুলো ব্যবহার করা হয়েছে। অবাক করা বিষয়, ২১৭ বার টিকা নেওয়ার আগে-পরে ওই ব্যক্তি কখনোই করোনায় আক্রান্ত হননি।

AH
আরও পড়ুন