করোনা মহামারির ধকল এখনো শেষ হয়নি। এর মধ্যে মহামারির আরও খবর দিলো বিজ্ঞানীরা। সম্প্রতি তারা জানিয়েছেন, পরবর্তী মহামারি হতে পারে ফ্লুজাতীয় রোগের কারণে। এর মধ্যে ইনফ্লুয়েঞ্জা নিয়েই শঙ্কা বেশি।
আগামী সপ্তাহে বিজ্ঞানীদের এই গবেষণা প্রকাশিত হওয়ার কথা রয়েছে। বিশ্বের প্রথম সারির বিজ্ঞানীদের ৫৭ শতাংশ মনে করছেন, পরবর্তী মহামারি হতে পারে ফ্লুজাতীয় রোগের কারণে।
কোলোগনে বিশ্ববিদ্যালয়ের গবেষক জন সালমানতোন গার্জিয়া বলছেন, দীর্ঘ সময় ধরে এই গবেষণা করা হয়েছে। এতে বেশিরভাগ বিজ্ঞানীর ধারণা, ইনফ্লুয়েঞ্জা বা এ জাতীয় রোগের কারণেই মহামারি হতে পারে। এটি করোনার চেয়েও ভয়াবহ হতে পারে।
১০০ বছর আগে স্প্যানিশ ফ্লুর ভয়াবহতা দেখেছে বিশ্ব। সম্প্রতি করোনা নামের এক ভাইরাস আবির্ভূত হয় মহামারি হিসেবে। প্রাণ গেছে প্রায় ৭০ লাখ মানুষের। গত বছর নতুন আরেক ভাইরাসের ব্যাপারে আগেই সতর্ক করেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, নতুন এই রোগের নাম এক্স। এটি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের কারণে হতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল