ভারতে চলতি বছরের পাঁচ মাসে দুই হাজার ৭১০ জন করোনোভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদর মধ্যে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
শনিবার (৩১ মে) পর্যন্ত সময়ের মধ্যে দেশটিতে করোনোভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যা জানা গেছে।
ভারত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশটিতে মোট কোভিড-১৯ আক্রান্ত লোকের সংখ্যা ছিল ২ হাজার ১৯৯ জন। শনিবার ৫১১ জন বেড়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭১০ জনে। এ ছাড়া একদিনে মারা গেছেন ৭ জন। ফলে ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
সংক্রমণের ক্ষেত্রে এগিয়ে আছে দক্ষিণ ভারতের রাজ্য কেরালা। রাজ্যটিতে মোট এক হাজার ১৪৭ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২৪। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। দিল্লিতেও উল্লেখযোগ্য হারে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে ৫৬টি নতুন করে আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৫৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বা অন্য কোথাও চলে গেছেন। ১ জানুয়ারি থেকে মোট সুস্থ হয়েছেন এক হাজার ১৭০ জন। আর সর্বশেষ এক দিনে কেরালায় ৭২, দিল্লিতে ৭৭ এবং মহারাষ্ট্র ৩৪ জন রোগী সুস্থ হয়েছেন।
সর্বশেষ মারা যাওয়া ৭ জনের মধ্যে মহারাষ্ট্রেই দুজন। ৬৭ বছর বয়সী এক পুরুষ রোগীর এআরডিএস, বাম ফুসফুসের নিউমোনিয়া এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অন্যান্য অসুস্থতা ছিল। তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। মারা যাওয়া অপর ব্যক্তি ২১ বছর বয়সী পুরুষ। তিনি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছিলেন।
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৬০ জঙ্গি নিহত
স্ত্রীর হাতে ‘মার খাওয়া’ প্রেসিডেন্টকে যে পরামর্শ দিলেন ট্রাম্প