যুক্তরাষ্ট্রের ফ্রিল্যান্সারদের চাহিদা সবচেয়ে বেশি। এ তালিকায় রয়েছে ২৯তম অবস্থানে বাংলাদেশ। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত তথ্য ও প্রতিবেদন বিশ্লেষণ করে ফ্রিল্যান্সার হিসেবে কোন দেশের কর্মীদের চাহিদা বেশি, তা নিয়ে গত ১৯ এপ্রিল এ তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী সিইওওয়ার্ল্ড।
ফ্রিল্যান্স কাজের ধরন, ফ্রিল্যান্সারদের দক্ষতা, আর্থিক অবস্থানসহ প্রযুক্তিগত সক্ষমতার বিষয় যোগ করে বিভিন্ন দেশকে স্কোর নম্বর দেওয়া হয়েছে। আর সেই তালিকায় ৯৭.৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ বিশ্বে যুক্তরাষ্ট্রের ফ্রিল্যান্সারদের চাহিদা সবচেয়ে বেশি।
সিইওওয়ার্ল্ডের তালিকায় ৯৫.৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আর তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য দেশটির স্কোর ৯৪.৮১। তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে আছে ফিলিপাইন, ইউক্রেন, কানাডা, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, ব্রাজিল ও পর্তুগাল।
দক্ষিণ এশিয়া থেকে শীর্ষ ৩০ দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ২৮তম। পাকিস্তানের স্কোর ৪৮.৫৬ ও বাংলাদেশের স্কোর ৪৬.৯২।