আরেকটি জাহাজ ডুবিয়ে দিলো হুতি যোদ্ধারা

লোহিত সাগরে আরেকটি জাহাজ ডুবিয়ে দিলো হুতি যোদ্ধারা। মঙ্গলবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ নৌবাহিনীর সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও। এ নিয়ে হুতিদের হামলায় দুটি জাহাজডুবির ঘটনা ঘটল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গ্রিসের মালিকানাধীন কয়লাবাহী জাহাজটি টিউটর হুতিদের ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি দূরনিয়ন্ত্রিত নৌকার আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইয়েমেনের ক্ষমতাসীন হুতিদের সামরিক বাহিনী লোহিত সাগরে ‘টিউটর’ নামের দ্বিতীয় আরেকটি জাহাজ ডুবিয়ে দিয়েছে।

এ বিষয়ে টিউটর জাহাজের ব্যবস্থাপকের মন্তব্য জানা যায়নি। হামলার পর থেকে টিউটরের এক ক্রু নিখোঁজ রয়েছেন। তিনি জাহাজটির ইঞ্জিন রুমে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ১২ জুন লোহিত সাগরের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরের প্রায় ৬৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গ্রিসের মালিকানাধীন টিউটর জাহাজে হামলা করে হুতিরা। হামলার কারণে তখনই জাহাজে পানি উঠতে শুরু করেছিল। এক সপ্তাহ পর এখন জাহাজটি ডুবে গেল।