ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাঙরের আক্রমণে প্রাণহানি, বন্ধ একাধিক সৈকত 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম

অস্ট্রেলিয়ার সিডনির উত্তরের সমুদ্রসৈকতে হাঙরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে লং রিফ বিচে বড় একটি হাঙরের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। পরে সমুদ্র থেকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

এটি সিডনিতে গত তিন বছরেরও বেশি সময় পর প্রথম প্রাণঘাতী হাঙর আক্রমণ। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে একজন সাঁতারু হাঙরের আক্রমণে নিহত হন। তার আগে ১৯৬৩ সালে এ ধরনের ঘটনা ঘটেছিল।

পুলিশ জানায়, এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনার পর সার্ফবোর্ডের দুটি ভাঙা অংশ উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। হাঙরটি কোন প্রজাতির ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সতর্কতা হিসেবে একাধিক সৈকত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সরকারি সংস্থা তারঙ্গা চিড়িয়াখানার তথ্যমতে, ২০২৫ সালে এটি অস্ট্রেলিয়ায় চতুর্থ প্রাণঘাতী হাঙর আক্রমণ। এর আগে মার্চ মাসে পশ্চিম অস্ট্রেলিয়ার একটি দূরবর্তী সৈকতে অগভীর পানিতে সার্ফিং করার সময় এক সার্ফার হাঙরের আক্রমণে মারা যান।

স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করে উপকূলীয় এলাকাগুলোতে নজরদারি জোরদার করেছে।

NB/AHA
আরও পড়ুন