যেখানে পাওয়া গেল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ১০৬ ক্যারেট বিশিষ্ট বিশ্বের সবচেয়ে বড় হীরাটি পাওয়া যায়। যেটি নয়টি অংশে বিভক্ত। যার অধিকাংশ রয়েছে ব্রিটিশ ক্রাউন জুয়েলসে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরাটি বতসোয়ানার রাজধানী গ্যাবরনের উত্তরাঞ্চলীয় কারোই খনির ৫০০ কিলোমিটার গভীরে পাওয়া গেছে। বতসোয়ানার সরকার বলেছেন, দক্ষিণ আফ্রিকার রাজ্যে আবিষ্কৃত সবচেয়ে বড় হীরা এটি। দ্বিতীয় বৃহত্তম হীরাটি পেয়েছে কানাডার মাইনিং প্রতিষ্ঠান লুকারা ডায়মন্ড। হীরাটি ২ হাজার ৪৯২ ক্যারেট বিশিষ্ট।

এর আগে ২০১৯ সালে বতসোয়ানাতে ওই একই খনিতে ১ হাজার ৭৫৮ ক্যারেটের হীরার সন্ধান মিলে। ওই সময়ে এটিই ছিল সবচেয়ে বড় হীরা। বতসোয়ানা হলো বিশ্বের সবচেয়ে বেশী হীরা উৎপাদনকারী দেশ। দেশটি বিশ্বব্যাপী ২০ শতাংশ হীরা উৎপাদন করে থাকে।

হীরাটি খুঁজে পাওয়ার পর লুকারা এক বিবৃতিতে জানিয়েছে, ২ হাজার ৪৯২ ক্যারেটের হীরাটি খুঁজে পাওয়া সত্যিই আনন্দের। হীরাটি সনাক্তের জন্য এক্স-রে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২০১৭ সাল থেকেই প্রতিষ্ঠানটি এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসছে। মূলত হীরা ভাঙন এবং নষ্টের হাত থেকে রক্ষায় এটি ব্যাপক ভূমিকা রাখছে। খুঁজে পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরাটির গুণগত মান এবং দাম সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি লুকারা। তবে প্রতিষ্ঠানটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন একজন তার নাম না প্রকাশের শর্তে বলেছেন হীরাটির দাম হবে ৪০ মিলিয়ন ডলার। সূত্র: বিবিসি