ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নিলামে উঠছে বিখ্যাত নীল হীরা, দাম কত

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পিএম

নিলামে উঠানো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ব্লু ডায়মন্ড বা নীল হীরা। গত ১০০ বছরে মধ্যে প্রথম নিলামে উঠতে যাওয়া সবচেয়ে বিখ্যাত নীল হীরা এটি। এতো বছরেও কোনো পরিবর্তন হয়নি গোলকোন্দা ভিভিড ব্লু ডায়মন্ড নামের হীরাটির আকার, ওজন ও রঙের।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ নিলামে তুলছে ২৩ ক্যারেটেরও বেশি ওজনের এ চোখ ধাঁধানো হীরাটি। আগামী ১৪ই মে সুইজারল্যান্ডের জেনেভায়, ফোর সিজনস হোটেলে আয়োজিত হবে এ নিলাম। ৩৫ থেকে ৫০ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে ডায়মন্ডটি। যা বাংলদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা থেকে সাড়ে ৫৫০ কোটি টাকা।

বোরনের কারণে গাঢ় নীল রঙ ধারণ করেছে এ ভিভিড ডায়মন্ডটি। দক্ষিণ-মধ্য ভারতের বিখ্যাত গোলকোন্দা খনি থেকে উৎপত্তি এ হীরার।

ভারতের রাজকীয় ঐতিহ্যের একটি অংশ পিয়ার বা নাশপাতি আকৃতির এ হীরাটি। একসময় ইন্দোরের মহারাজা যশবন্ত রাও হোলকরের মালিকানায় ছিল এটি। এরপর বহু খ্যাতনামা জুয়েলার ও সংগ্রাহকদের হাতে হাতে ঘুরেছে এ রত্ন। বর্তমানে এটি বসানো আছে ফরাসি জুয়েলার জার-এর ডিজাইন করা একটি আংটিতে।

JA
আরও পড়ুন