২৯ বছর পর প্রথমবার পণ্যের দাম কমলো শ্রীলঙ্কায়

অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা ২৯ বছরে প্রথমবার দ্রব্যমূল্য কমতে দেখলো। সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরে মূল্যস্ফীতির সূচক ঋণাত্মক শূন্য দশমিক পাঁচ শতাংশে নেমেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আদমশুমারি ও পরিসংখ্যান অধিদফতরের এক প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরে মূল্য সংকোচনের কারণে খাদ্যদ্রব্য ও খাদ্যদ্রব্য বহির্ভূত ব্যয় কমেছে।

দুই বছর আগে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়ে ৬৯ দশমিক ৮ শতাংশে পৌঁছায়।

এর আগে ১৯৯৫ সালের মার্চ মাসে শেষবার মূল্য সংকোচন হয়েছিল দেশটির অর্থনীতিতে। তখন সূচক ছিল ঋণাত্মক শূন্য দশমিক নয় শতাংশ। এর আগের দ্রব্যমূল্য হ্রাস দেখা গিয়েছিল ১৯৮৫ সালে। সেবার মূল্যস্ফীতি ছিল ঋণাত্মক ২ দশমিক ১ শতাংশ।

বিভিন্ন অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দ্বীপরাষ্ট্রটি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পতিত হয়। ক্রমান্বয়ে খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চরম ঘাটতি দেখা দিলে জনমনে সরকারের প্রতি ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। ব্যাপক জনরোষের তোড়ে ২০২২ সালের জুলাই মাসে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে।

এরপর রাকাপাক্সের উত্তরসূরি হিসেবে আসেন রনিল বিক্রমাসিংহে। তিনি আন্তর্জাতিক আর্থিক সংস্থা (আইএমএফ) এর কাছ থেকে ২শ’ ৯০ কোটি মার্কিন ডলার সহায়তা আদায় করেন। এছাড়া দেউলিয়া হয়ে যাওয়া দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কর ও মূল্যবৃদ্ধির মতো পদক্ষেপও নেন তিনি।

চলতি মাসে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন বিক্রমাসিংহে।

আইএমএফ এর কর্মসূচি বজায় রাখার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। তবে সংস্থাটির আরোপিত কিছু কঠোর নীতি শিথিলতা আনবেন তিনি।