ঢাকা
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত্যু ৪১০, নিখোঁজ ৩৩৬

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ারের তাণ্ডবে বয়ে নিয়ে আসা ভারি বৃষ্টিতে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশজুড়ে নিখোঁজ রয়েছেন আরও ৩৩৬ জন। খবর রয়টার্স।

মধ্যাঞ্চলের ক্যান্ডি অঞ্চলে ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আলওয়াতুগোদা গ্রামে ৮৮ জন মারা গেছে এবং ২০০-এরও বেশি মানুষ নিখোঁজ। এখানে ২০ হাজারের বেশি মানুষকে ১৭৬টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশজুড়ে প্রায় ১২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধার কাজে শত শত সেনা ও পুলিশ কাজ করছে। ধ্বংসস্তূপ সরাতে বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সরবরাহ পুনঃস্থাপনের কাজও চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে বাড়িঘর ভেঙে গেছে, রাস্তা ও পাহাড়ের মাটি ধসে গেছে।

সম্প্রতি দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় প্রাণঘাতী কয়েকটি ঝড় বয়ে গেছে, এসব ঝড়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে শত শত মানুষের মৃত্যু হয়েছে।

AHA
আরও পড়ুন