ইউক্রেনে যুদ্ধে রাশিয়াকে সর্বদা সমর্থন দেবে কিম

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও সৈন্য সরবরাহের অভিযোগের কথা আগে শোনা গেলেও, সেসব নিয়ে না ভেবে রাশিয়াকে আগামীতেও সর্বদা সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম থেকে এমন তথ্য জানানো হয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, কিম শুক্রবার (২৯ নভেম্বর) পিয়ংইয়ংয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা ও অন্যান্য সব ক্ষেত্রে ক্রমবর্ধমান সম্পর্কের প্রশংসা করেন। 

কিম বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর সাম্প্রতিক পাল্টা আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেনকে সতর্ক করার জন্য একটি সময়োপযোগী এবং কার্যকর পদক্ষেপ। যারা বেপরোয়া সামরিক দুঃসাহসিকতার আশ্রয় নিচ্ছে এবং পরিস্থিতি বদলে দিতে চায়, তাদের জন্য এটি রাশিয়ার কঠোর পদক্ষেপের একটি প্রতিক্রিয়া।

তিনি আরও বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার নীতিকে আধিপত্যবাদীদের সাম্রাজ্যবাদী পদক্ষেপ হিসেবে সমর্থন করেন।

এছাড়া, গত জুনে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে পিয়ংইয়ং শীর্ষ সম্মেলনে রাজনীতি, অর্থনীতি এবং সামরিক বিষয়সহ সব ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক সম্প্রসারণ এবং বিকাশের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিম।