তুরস্কের স্কি রিসোর্টে আগুন, নিহত ৬৬

তুরস্কে একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে অনেকেই হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়েন। 

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু জানান, উত্তর-পশ্চিম তুরস্কের কার্তালকায়া স্কি রিসোর্টে আগুনের ঘটনায় প্রায় ৫১ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। 

টিভি ফুটেজে দেখা গেছে, ১১ তলা ভবনটির আগুন এবং ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নিনির্বাপণকর্মীরা।

বোলু শহরের গভর্নর আব্দুল আজিজ আইদিন রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি-কে বলেন, রিসোর্টের রেস্তোরাঁর মেঝেতে ভোর ৩:৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। 
 
তিনি আরও বলেন, কাঠের তৈরি রিসোর্টে সে সময় ২৩৪ জন অতিথি ছিলেন।

দেশব্যাপী দুই সপ্তাহের স্কুল ছুটির শুরুতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ছুটিতে ইস্তাম্বুল এবং আঙ্কারার কাছাকাছি থেকে স্কিয়াররা সাধারণত বোলু পাহাড়ে ছুটে আসেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তকারীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।