দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ২০

দক্ষিণ সুদানের ইউনিটি অঙ্গরাজ্যে তেল শ্রমিকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছে। তারা সবাই তেলখনিতে কাজ করতেন বলে জানা গেছে। খবর রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই উত্তরাঞ্চলীয় ইউনিটি স্টেটের তেলক্ষেত্রের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। 

 
ইউনিটি অঙ্গরাজ্যের তথ্যমন্ত্রী গ্যাটওয়েচ বিপাল বলেন, বিমানটিতে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন এবং সুদানের রাষ্ট্রীয় মালিকানাধীন নাইল পেট্রোলিয়ামের তেল শ্রমিকরা ছিলেন। নিহতদের মধ্যে দুজন চীনা এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। বিমানটিতে ২১ জন আরোহী ছিল।

সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইরোল শহরে যাত্রী বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হলে কমপক্ষে ১৯ জন নিহত হয়।

২০১৫ সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর যাত্রীদের নিয়ে রাশিয়া নির্মিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হলে কয়েক ডজন মানুষ নিহত হয়।