সশস্ত্র হামলায় পাকিস্তানের আধাসামরিক বাহিনীর ১৮ সদস্য নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) দেশটির পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আল আরাবিয়ার।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৮ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বেলুচিস্তানে অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, “মানগোচার শহরের কাছে রাস্তা অবরোধ করে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র সন্ত্রাসী নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে হামলা চালায়।”

তিনি আরও জানান, হামলায় গাড়িতে থাকা ১৭ জন সেনা এবং তাদের উদ্ধার করতে যাওয়া আরও একজন প্রাণ হারান। গুরুতর আহত হয়েছেন তিনজন, আর দুজন ভাগ্যক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

বেলুচিস্তানে এসব হামলা মূলত চালায় বিএলএ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। সশস্ত্র এ গোষ্ঠীর দাবি, চীনসহ অন্যান্য বিদেশিরা তাদের প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। অথচ এখানকার মানুষ পাকিস্তানের মধ্যে সবচেয়ে দরিদ্র।