মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের জারিকৃত ভ্রমণ নিষেধাজ্ঞায় দেশটিতে প্রবেশে বাধার মুখোমুখি হতে পারে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকরা। নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা শেষে আগামী সপ্তাহে এই দুই দেশের নাগরিকদের আমিরিকায় ভ্রমণে নিষেধাজ্ঞা আসতে পারে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সংশ্লিষ্ট তিন সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার এ তালিকায় যুক্ত হতে পারে আরও কিছু দেশের নাম। তবে সে দেশগুলোর নাম প্রাথমিকভাবে জানা যায়নি। ট্রাম্প তার প্রথম মেয়াদে সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ওই পদক্ষেপ নানা আইনি জটিলতা শেষে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সায় পেয়েছিল।
এরপর জো বাইডেন ক্ষমতায় এসে ২০২১ সালে ওই নিষেধাজ্ঞা তুলে নেন। ট্রাম্পের পদক্ষেপকে তখন তিনি আমাদের জাতীর বিবেকে কলঙ্কের দাগ বলেও মন্তব্য করেছিলেন।
ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় আফগানিস্তান থাকলে তা শরণার্থী হিসেবে কিংবা বিশেষ অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা লাখ লাখ আফগানদের জন্য হবে চরম দুঃসংবাদ। সূত্র: ইন্ডিয়া টুডে