অবরোধ তুলে নিতে ইসরায়েলকে ৪ দিনের আলটিমেটাম

গাজায় ত্রাণ অবরোধ তুলে নিতে ইসরায়েলকে চার দিনের আলটিমেটাম দিয়েছে ইয়েমেনের হুথিরা। নয়তো আবার নৌপথে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে তারা।

ইয়েমেনের হুথিদের নেতা আল-হুথি শুক্রবার (৭ মার্চ(তারা) বলেন, আমরা চার দিনের জন্য একটি সময়সীমা দেব। এই সময়সীমা গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার জন্য। যদি চার দিন পরেও ইসরায়েলি শত্রু গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, তাহলে আমরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু করব।

গত ২ মার্চ যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা তীব্রতর হওয়ায় ইসরায়েল গাজায় ত্রাণ ট্রাক প্রবেশে বাধা দেয়। ফলে হামাস মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানায়। এ নিয়ে মধ্যস্থতাকারীরা ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে।