হুথির ক্ষেপণাস্ত্র প্রতিহত ইসরায়েলের

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই হামলা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারেনি।

বৃহস্পতিবার (২০ মার্চ) আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। আর ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, তারা বৃহস্পতিবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সেটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে হুথিরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে আক্রমণ এবং ইসরায়েলে হামলা চালিয়ে আসছে।

চলতি বছরের জানুয়ারির মাঝামাঝিতে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ রেখেছিল বিদ্রোহী গোষ্ঠীটি। কিন্তু গত শনিবার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার পর তারা আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে।

এক বিবৃতিতে হুথি জানায়, তারা হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ছাড়া লোহিত সাগরে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।