ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। রমজানে ইহুদিবাদী সেনাদের হামলায় দু’দিনে শত শত মানুষের প্রাণহানি হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত মঙ্গলবার থেকে এই হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
নতুন করে এই হামলার মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ।
সংবাদমাধ্যমটি একটি সম্পাদকীয়তে এই অভিযোগ তুলেছে। এতে বলা হয়, গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দায়ী। চুক্তি বাস্তবায়ন এবং জিম্মিদের ফিরে আসার পথে বাধা দিচ্ছে ইসরায়েল, হামাস নয়।
হারেৎজ বলছে, ১৬তম দিনে সংঘাতের পক্ষগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করার কথা ছিল, যা বাকি সমস্ত জিম্মিদের মুক্তির মাধ্যমে শেষ হতো। কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করে। যুদ্ধবিরতির ৪২তম থেকে ৫০তম দিনের মধ্যে গাজা ও মিসরের সীমান্তে ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতিও ভঙ্গ করেছে দেশটি।