কমলা-হিলারিদের বিরুদ্ধে ট্রাম্পের প্রতিশোধ!

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করে তোলপাড় সৃষ্টি করেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। বাতিল করেছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস, হিলারি ক্লিনটন ও সাবেক শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা ক্লিয়ারেন্স।

এই তালিকায় আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, রিপাবলিকান সাবেক আইনপ্রণেতা লিজ চেনি, এডাম কিনজিঙ্গার, ট্রাম্পের প্রথম মেয়াদের রাশিয়া বিষয়ক সাবেক উপদেষ্টা ফিওনা হিল প্রমুখ।

ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ক্লিয়ারেন্স বাতিল করছেন। সর্বশেষ ঘোষণায় তিনি নিশ্চিত করেছেন যে, বাইডেন পরিবারের যেকোনও সদস্যেরও নিরাপত্তা ক্লিয়ান্সে বাতিল করছেন তিনি।

উল্লেখ্য, ডেমোক্রেট জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে ডোনাল্ড ট্রাম্পকে বেশ কয়েকটি মামলায় আদালতে দৌড়াতে হয়েছে। কোনও কোনও মামলায় তাকে অভিযুক্ত করে জরিমানাও করা হয়েছে। এখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে ওই সব হয়রানির বদলা নিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, ২০২১ সালে পরাজিত প্রার্থী ট্রাম্পের তখনকার ক্ষুব্ধ আচরণের কথা উল্লেখ করে তাকে গোয়েন্দা ব্রিফিং সুবিধা বাতিল করেন জো বাইডেন।