ফের ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার

গত মাসের ভয়াবহ ভূমিকম্পের ধকল সামলে উঠতে না উঠতেই আবারও ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার। আজ সকালে আবারও ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির বিভিন্ন অঞ্চল।

রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে দেশটির মধ্যাঞ্চলের ছোট শহর মেইকতিলার কাছে ভূমিকম্পটি সংঘটিত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)। তবে নতুন ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববারের ভূমিকম্পটি মান্দালয় থেকে ৯৭ কিলোমিটার দূরের ওন্ডউইনে মাটির ২০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

গত মাসে ৭ দশমিক ৭ মাত্রার বড় সেই ভূমিকম্পে দেশটির মান্দালয় প্রদেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ মার্চের ভূমিকম্পে ৩ হাজার ৬৪৯ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫ হাজার ১৮ জন।  নিখোঁজ রয়েছেন ৪০০-র বেশি মানুষ।

সূত্র: এএফপি