ট্রাম্পের যে দাবি প্রত্যাখ্যান করলো চীন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনে কোনো কথা হয়নি। এমনটাই জানিয়েছে বেইজিং। এমনকি দুই দেশের মধ্যে শুল্কযুদ্ধ মেটাতে কোনো আলোচনাও হচ্ছে না।

সোমবার (২৮ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে গুও জিয়াকুন বলেন, ‘আমি যতদূর জানি, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সম্প্রতি ফোনে কোনো কথা হয়নি। আমি আবারও বলতে চাই, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যু নিয়ে কোনো আলোচনা বা দর কষাকষি চলছে না।’

এর আগে, গত সপ্তাহের শুক্রবার প্রকাশিত টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে ফোন করেছেন। আমি মনে করি না যে, তার পক্ষ থেকে এটা কোনো দুর্বলতার ইঙ্গিত। তিন থেকে চার সপ্তাহের মধ্যে চীনের সঙ্গে শুল্ক চুক্তি সম্পন্ন হবে।’ 

শুল্ক নিয়ে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এ কথা জানালেও কবে-কখন শি জিনপিং তাকে ফোন করেছিলেন সে বিষয়টি জানাননি। ট্রাম্পের ওই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর দু’দিন পর  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সংবাদ সম্মেলনে ফোনালাপ হয়নি বলে জানালেন।

এদিকে পাবলিক রেকর্ড অনুসারে, দুই নেতার মধ্যে শেষবার ফোনে কথা হয়েছিল ১৭ জানুয়ারি, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণের কয়েকদিন আগে। গত সপ্তাহ থেকে ট্রাম্প বারবার বলেছেন যে, তার প্রশাসন চীনা কর্মকর্তাদের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার জন্য কথা বলছে, কিন্তু প্রতিবারই বেইজিং সরাসরি তা অস্বীকার করেছে। সূত্র: সিএনএন