মৌরিতানিয়ার হজযাত্রীবাহী বিমান বিধ্বস্তের খবর গুজব

দক্ষিণ আফ্রিকার একটি দেশ মৌরিতানিয়ায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম। মঙ্গলবার (২৭ মে) এ নিয়ে দেশটির অনেকেই নানা পোস্টও করেছেন।

তবে বিষয়টি সঠিক নয় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে প্রকৃত ঘটনা তুলে ধরেছে মৌরিতানিয়ার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়।

পোস্টে বলা হয়, লোহিত সাগরের উপকূলে মৌরিতানিয়ার হজযাত্রীদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে- এমন একটি গুজব ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার জর্ডানের নিউজ পোর্টাল আল বাওয়াবার প্রতিবেদনে এ তথ্য জানায়। 

মৌরিতানিয়ার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হজ পরিচালক আল ওয়ালি তাহা এক বিবৃতিতে স্পষ্ট করে বলেন, মৌরিতানিয়ার সব হজযাত্রী নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছেছেন। কোনো ধরনের দুর্ঘটনা বা সমস্যা ঘটেনি।

 

গুজবে একটি এক্স পোস্ট। ছবি: সংগৃহীত

এ বিষয়ে মৌরিতানিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, হজ মৌসুমে তারা তিনটি নির্ধারিত ফ্লাইটে হাজিদের সৌদি আরবে পাঠিয়েছে এবং সব ফ্লাইট নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। কোনো বিমান দুর্ঘটনা বা যাত্রীদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সরকার ও বিমান সংস্থা উভয়েই জনগণকে দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে বিশ্বাস করার আহ্বান জানিয়েছে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেছে।