রাশিয়ায় একটি হাইওয়ে সেতু ধসে রেললাইনের ওপর পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। ইউক্রেন সীমান্তের কাছে ব্রিয়ানস্ক অঞ্চলে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বেশ কয়েকটি ভারী ট্রাক এবং একটি চলন্ত যাত্রীবাহী ট্রেন। আহত হয়েছেন ৩১ জন। রোববার (১ জুন) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানায়।
রাশিয়ার রেলওয়ে কর্তৃপক্ষ দাবি করেছে, পরিবহন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপের ফলাফল হিসাবে সেতুটি ধসে পড়েছে।
ব্রিয়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানান, ট্রেনের যাত্রীদের উদ্ধারে ইতোমধ্যে ফায়ার ও রেসকিউ ইউনিট মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের ব্রিয়ানস্ক অঞ্চলের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়েছে। এ ছাড়া যাত্রীদের কাছাকাছি একটি স্টেশনে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ব্রিয়ানস্ক থেকে মস্কো যাওয়ার জন্য একটি বিশেষ রিজার্ভ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।